ঘুষ নেওয়ার অপরাধে সাবেক বিচারমন্ত্রীর মৃত্যুদণ্ড
<![CDATA[
দুর্নীতির দায়ে চীনের সাবেক বিচারবিষয়ক মন্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। তিনি দুর্নীতিবিরোধী একাধিক অভিযানের নেতৃত্ব দিয়ে সুনাম কুড়িয়েছেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরটি।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক ওই চীনা মন্ত্রীর নাম ফু ঝেংঝু। তিনি ২০১৮ সালে চীনের বিচারমন্ত্রী হয়েছিলেন । তিনি উপহার হিসেবে ও অর্থের বিনিময়ে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য ১১ কোটি ৭০ লাখ ইউয়ান (চীনা মুদ্রা) ঘুষ নিয়েছিলেন। গত জুলাই মাসে এসব অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। বৃহস্পতিবার জিলিন প্রদেশের রাজধানী চ্যাংচুনের একটি আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন।
চীনের সাবেক বিচারমন্ত্রী ফু ঝেংঝু দেশটিতে দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন হাই-প্রোফাইল তদন্তের নেতৃত্ব দিয়েছিলেন। তবে দুর্নীতির দায়ে তিনি নিজেই এখন দণ্ডিত। অবশ্য চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আসন্ন কংগ্রেসকে ঘিরে দেশটিতে কর্মকর্তাদের মধ্যে শুদ্ধি অভিযান সম্প্রতি আরও তীব্র হয়েছে।
আরও পড়ুন: পুতিনের হুমকি, সংলাপের আহ্বান চীনের
জানা যায়, দুর্নীতির দায়ে ৬৭ বছর বয়সী ফুকে একটি স্থগিত মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই রায় দুই বছর পর যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হবে এবং এতে প্যারোলে মুক্তির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় মিডিয়া।
ফুয়ের মৃত্যুদণ্ডের রায়ের আগে চলতি সপ্তাহেই চীনের তিন প্রদেশের সাবেক তিনজন পুলিশপ্রধানকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
]]>