খেলা

ঘূর্ণিঝড় মান্ডুসের আঘাতে লন্ডভন্ড তামিলনাড়ু

<![CDATA[

শক্তিশালী ঘূর্ণিঝড় মান্ডুসের আঘাতে লন্ডভন্ড ভারতের তামিলনাড়ু রাজ্য। ঝড়ের প্রভাবে রাজ্যটির বিভিন্ন জেলায় দেখা দেয় ভারি বৃষ্টিপাত। এতে চরম ভোগান্তিতে পড়েন বাসিন্দারা।

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শুক্রবার (৯ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে ঘণ্টায় সর্বোচ্চ ৮৫ কিলোমিটার বেগে ভারতের তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে আছড়ে পড়ে মান্ডুস। ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা।  

এ ঝড়ের প্রভাবে শনিবার (১০ ডিসেম্বর) রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। 

আরও পড়ুন: তামিলনাড়ুতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মান্ডুস

দক্ষিণ আন্দামান সাগর এবং এর তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ থেকে এ ঘূর্ণিঝড়ের উৎপত্তি বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। শক্তিশালী এ ঝড়ের ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে আগে থেকেই সতর্ক ছিল প্রশাসন। ভারি বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। 

এ অবস্থায় তামিলনাড়ুর ওই জেলাগুলোতে রেড এলার্ট জারি করা হয়। দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেয়া হয় পার্ক, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকানপাট। এছাড়া চেন্নাই বিমানবন্দরের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!