খেলা

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ব‌রিশা‌লে ৩১৪১ ঘরবা‌ড়ি বিধ্বস্ত

<![CDATA[

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভা‌বে ব‌রিশা‌লে ৩ হাজার ১৪১টি ঘরবা‌ড়ি বিধ্বস্ত হ‌য়ে‌ছে। এর ম‌ধ্যে সবচেয়ে বে‌শি ক্ষতিগ্রস্ত হয়েছেন হিজলা উপ‌জেলার বাসিন্দারা।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকে‌লে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার সময় সংবাদকে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ন।

জসীম উদ্দিন বলেন, বরিশালের আগৈলঝাড়ায় ৩৫‌, গৌরনদী‌তে ১১৫, উজিরপু‌রে ১৫০, বানারীপাড়ায় ১০০, বাবুগ‌ঞ্জে ১০৫, মুলাদী‌তে ৬০, হিজলায় ২ হাজার ২০০, মে‌হে‌ন্দিগ‌ঞ্জে ১৩২, ব‌রিশাল সদর ও মহানগ‌রে ৬০ এবং বা‌কেরগ‌ঞ্জে ১৮১‌টি ঘরবা‌ড়ি বিধ্বস্ত হ‌য়ে‌ছে। এর ম‌ধ্যে ২ হাজার ৫০৮‌টি আং‌শিক ও সম্পূর্ণ বিধ্বস্ত হ‌য়ে‌ছে ৬৩৩‌টি ঘরবা‌ড়ি।

আরও পড়ুন: সিত্রাংয়ের ক্ষয়ক্ষতি দেখতে উপকূলে বিমান বাহিনী

তিনি আরও ব‌লেন, ‘ব‌রিশাল জেলায় প্রায় ৯০ হাজার ৬২১ জন দুর্গত মানু‌ষের খবর আমা‌দের কা‌ছে র‌য়ে‌ছে। তাদের জন্য এরই মধ্যে নগদ ৫ লাখ টাকা, ১২৫ মেট্রিক টন চাল, ১ হাজার প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার, ৪০০ কার্টন বিস্কুট ও ৪০০ কার্টন ড্রাইকেক উপ-বরাদ্দ দেয়া হয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!