ঘোড়াঘাটে ঘরে ঢুকে কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা
<![CDATA[
শোবার ঘরে ঢুকে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের ঘটনায় দিনাজপুরের ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন নির্যাতনের শিকার কিশোরীর মা। ওই মামলায় দুই যুবকের নাম উল্লেখ করা হয়েছে। এর আগে মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে ঘোড়াঘাট উপজেলায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
এদিকে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে ওই কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির।
আরও পড়ুন: রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের পর জবাই, পাঁচজনের আমৃত্যু কারাদণ্ড
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনে ভুক্তভোগী ওই কিশোরীর বাবা-মা তার নানাবাড়িতে বেড়াতে যায় এবং সেখানে রাত্রিযাপন করে। ওই কিশোরী বাড়িতে সেদিন একা ছিলেন। রাত আনুমানিক দেড়টার দিকে স্থানীয় দু’জন তার ঘরের দরজায় গিয়ে ডাকাডাকি করে এবং জরুরি কথা আছে বলে দরজা খুলতে অনুরোধ করে। তাদের পরিচয় নিশ্চিত হয়ে ওই কিশোরী ঘরের দরজা খুলে বাইরে আসে। তখন তারা বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ঘরে প্রবেশ করে। এরপর দু’জনের মধ্য একজন যুবক তাকে ধর্ষণ করে এবং কিছু সময় পর তারা পালিয়ে যায়। ঘটনার পরপরই ভুক্তভোগী ওই কিশোরী তার বাবা-মাকে সবকিছু জানায়।
ওসি আবু হাসান কবির বলেন, কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছে। আসামিদের এখনও গ্রেফতার সম্ভব হয়নি। ঘটনার পরপরই তারা গাঁ ঢাকা দিয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে আমরা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এক্ষেত্রে প্রযুক্তির সহযোগিতা নেয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হবো।
]]>