ঘোড়াঘাটে তন্ত্র-মন্ত্রের ‘পাতা খেলা’ অনুষ্ঠিত
<![CDATA[
দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’ অনুষ্ঠিত হয়েছে। মাঠের মাঝখানে রাখা হয়েছে একটি কলাগাছ এবং ঢোলের তালে তালে এবং তান্ত্রিকদের তন্ত্র-মন্ত্রের মাধ্যমে পাতাকে টানা হয় নিজেদের কাছে। স্থানীয়দের আয়োজনে দীর্ঘদিন পর এই খেলা দেখতে মাঠে ভিড় করে হাজারো মানুষ।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের পাঁচ মাথা মোড়ে পাতা খেলার আয়োজন করা হয়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই খেলা চলে। আশপাশের বিভিন্ন এলাকা থেকে তান্ত্রিক দল আসে। নিজ নিজ মন্ত্র দিয়ে পাতারূপী মানুষকে মাঠের মাঝখান কলা গাছ থেকে নিজের দিকে টানার প্রতিযোগিতা করেন তারা।
যে দল তাদের মন্ত্রের মাধ্যমে পাতাকে নিজের দিকে টেনে তার কাছে হাত ফেলতে পারবে, সেই দলই প্রথম বিজয়ী হবেন।খেলায় বেলোয়া গ্রামকে হারিয়ে সিংড়াদল বিজয়ী হয়। এ সময় প্রথম পুরস্কার হিসেবে একটি গরু উপহার পায় এবং দ্বিতীয় বিজয়ী দল হিসেবে একটি ছাগল উপহার দেয়া হয়। খেলার সময় মাঠজুড়ে নারী-পুরুষ, শিশু-কিশোরের উপচে পড়া ভিড় ছিল।
বিজয়ী তান্ত্রিক সাকিব হাসান নাইম বলেন, আমার দাদা- বাবা এই পাতা খেলার সঙ্গে সম্পর্কিত ছিলেন। আমিও বিভিন্ন জায়গায় এই পাতা খেলায় বিজয়ী হয়েছি। আমি ১৫ বছর ধরেই খেলার সঙ্গে সম্পৃক্ত রয়েছি।
আরও পড়ুন: বিদ্যুৎ না থাকায় খেলা দেখতে পারেননি কৃষ্ণার মা
দর্শক সেলিনা বলেন, ‘আমাদের গ্রামে কখনোই পাতা খেলা হয়নি। মন্ত্রের মধ্য দিয়ে মানুষজন তার দিকে আনছে। এটা একটা অদ্ভুত খেলা।’
আরেক দর্শক বলেন, আমরা যখন ছোট ছিলাম তখনকার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ছিল পাতা খেলা। আগে এই খেলা বিভিন্ন গ্রামে নিয়মিত হতো। কিন্তু কালের বিবর্তনে আজ কোথাও দেখা যায় না। তাই অনেক দিন পর এমন খেলার কথা শুনে খেলাটি দেখতে আসছি। খুব ভালো লাগল।
খেলার আয়োজক কাদের প্রদান বলেন, ‘আগে বিভিন্ন এলাকায় খেলাটি হতো বলে শুনেছি। দীর্ঘদিন ধরে আয়োজন না করায় ঐতিহ্যবাহী খেলাটি আজ হারিয়ে যেতে বসেছে। তাই খেলাটি ধরে রাখতে মানুষকে আনন্দ দিতে প্রতিবছর এমন আয়োজনের চিন্তাভাবনা করছি।’
]]>




