চট্টগ্রামে চীনের নাগরিকের সাত বছরের কারাদণ্ড
<![CDATA[
চট্টগ্রামে সোনা চোরাচালান মামলায় ফ্যান রংগুই নামে চীনের এক নাগরিককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক জেবুননেছা বেগম এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত ফ্যান রংগুই চীনের জিং ওয়েস্ট আরডি বিয়াং জেলার ফ্যান উই ঝাংয়ের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৮ মে সকাল ৭টা ১০ মিনিটে বিজি-১৪৮ ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে নামে চীনের ওই নাগরিক। এ সময় তার লাগেজ স্ক্যানিংয় করলে চার্জার লাইটের ভেতর থেকে ২ কেজি ৮০০ গ্রাম ওজনের ২৪টি স্বর্ণের বার পাওয়া যায়। যার তৎকালীন বাজারমূল্য ছিল ১ কোটি ২০ লাখ টাকা।
আরও পড়ুন:
এ ঘটনায় ওই দিনই শাহ আমানত (র.) আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা শাহারিয়ার হোসেন বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেন। এ মামলায় ২০১৯ সালের সেপ্টেম্বরে ফ্যান রংগুইকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে পতেঙ্গা থানা পুলিশ। ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় দেন।
]]>




