খেলা

চট্টগ্রামে বিপ্লব বড়ুয়াকে সংবর্ধনা

<![CDATA[

টানা দ্বিতীয় বার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় বিপ্লব বড়ুয়াকে সংবর্ধনা জানিয়েছে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পুরাতন রেলস্টেশন চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ।

অনুষ্ঠানে বিপ্লব বড়ুয়া বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে সম্মান, ভালোবাসা দেখিয়ে চট্টগ্রামের মানুষের প্রতিও সম্মান দেখিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নেতৃত্বে আমার মতো একজন নগণ্য মানুষকে তিনি দ্বিতীয়বার দপ্তর সম্পাদক করেছেন।’

আরও পড়ুন: মঞ্চে নেতাদের ‘গেট আউট’ বলে নামিয়ে দিলেন ওবায়দুল কাদের

‘আপনাদের(চট্টগ্রামের নেতাকর্মী) ভালোবাসায় আমি অভিভূত, আনন্দিত। আমার মত একজন ক্ষুদ্র কর্মীকে চট্টগ্রাম শহরে বরণ করেছেন। আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই।’

চট্টগ্রামের আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন নেতৃত্বসহ প্রয়াত নেতাদের স্মরণ করে আওয়ামী লীগ দপ্তর সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগে চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচজনকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে রেখে চট্টগ্রামবাসীকে সম্মানিত করেছেন।’

দায়িত্ব পাওয়া মানে সংবর্ধনা নেয়া নয়, দায়িত্ব পাওয়া মানে দায়িত্ব পালন করার একটি দায়িত্ববোধ, কর্তব্যবোধ উল্লেখ করে তিনি বলেন, আজকে রাষ্ট্রের বিরুদ্ধে, দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এ ষড়যন্ত্রকারীরা শুধু দেশে নয়, দেশের বাইরে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ব্যাহত করতে চায়।

এ সময় নিজেদের বিরুদ্ধে শক্তির অপব্যবহার না করে যুদ্ধাপরাধী, জঙ্গিবাদী ও সন্ত্রাসবাদী গোষ্ঠীর বিরুদ্ধে দলের নেতাকর্মীদের রাজনৈতিক ও সাংগঠনিক শক্তি ব্যয় করার আহ্বান জানান এ নেতা।

আরও পড়ুন: চট্টগ্রামের নেভাল একাডেমিতে প্রধানমন্ত্রী

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পিয়ারুল ইসলাম, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!