চট্টগ্রামে সমাবেশে যাওয়ার পথে হামলায় আহত বিএনপির নেতাদের চিকিৎসা সহায়তা দিলো সাবেক সাংসদ ভিপি জয়নাল
ফেনী | তারিখঃ October 22nd, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 164 বার
শহর প্রতিনিধি->>
চট্টগ্রাম বিভাগীয় গণ-সমাবেশে যাওয়ার পথে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলায় নেতাকর্মীদের চিকিৎসা সহায়তা দিয়েছে ফেনী-২ সদর আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।
শনিবার সকালে তাকিয়া রোড়স্থ বিপিএস টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহবায়ক অধ্যাপক এম এ খালেক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, যুগ্ম-আহবায়ক বাবু তপন কর।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, গত ১২ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় গণ-সমাবেশে যাওয়ার পথে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলায় আহত হয় ফেনী সদর উপজেলা ও পৌর বিএনপি’র অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের চিকিৎসা সহায়তা এগিয়ে এসেছেন ফেনী-২ সদর আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।