চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ নারীর মৃত্যু
<![CDATA[
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় তিন নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
মৃতরা হলেন- নগরীর পাহাড়তলীর বাসিন্দা শিউলি রানী (৪০), একই এলাকার খুরশিদা বেগম (৭০) ও মোগলটুলী বাইলেইনের নুরুল ইসলাম সওদাগর বাড়ির দিলআরা বেগম রেশমী (৫০)।
এ নিয়ে চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে চারজনের মৃত্যু হলো। এর আগে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আরও এক রোগীর মৃত্যু হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শিউলি রানী গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন। বুধবার (২১ সেপ্টেম্বর) প্যাথলজিক্যাল টেস্টে তার ডেঙ্গু শনাক্ত হয়। এদিন রাতেই তার মৃত্যু হয়। আর খুরশিদা বেগমকে অসুস্থ অবস্থায় গত শ্রক্রবার (১৬ সেপ্টেম্বর) চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মারা যান। তিনিও ডেঙ্গু আক্রান্ত ছিলেন।
আরও পড়ুন: চট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু
অন্যদিকে, দিলআরা বেগম রেশমী গত ১৪ সেপ্টেম্বর নগরীর বেসরকারি এভারকেয়ার হসপিটালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। বৃহস্পতিবার পাওয়া রিপোর্টে জানা গেছে, তিনি ডেঙ্গু আক্রান্ত ছিলেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১২ জন। এ নিয়ে চলতি বছরের আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৫ জনে। চলতি সেপ্টেম্বর মাসেই জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৫৬ জন। এরমধ্যে মহানগরীতে আক্রান্তের সংখ্যা ২০০।
]]>




