চট্টগ্রামে ৭ রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের হানা
<![CDATA[
রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও লাইসেন্স না থাকায় সাত রেস্টুরেন্টকে জরিমানা করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, নগরীর ষোলশহর, মুরাদপুর ও ২ নম্বর গেট এলাকার ১০টি রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এ সময় ৭টি রেস্টুরেন্টে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করতে দেখা যায়। ওই সাত রেস্টুরেন্ট মালিকদের ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি-বিক্রি, জরিমানা
এ ছাড়া বিপ্লব উদ্যানের ফুডকোর্টগুলোতে গেলে রেস্তোরাঁ পরিচালনার জন্য জেলা প্রশাসনের কোনো লাইসেন্স দেখাতে পারেনি তারা। প্রথমবারের মতো তাদের সতর্ক করে আগামী এক সপ্তাহের মধ্যে লাইসেন্স সংগ্রহ করার নির্দেশনা দেয়া হয়।
একই সঙ্গে মূল্যতালিকা প্রদর্শন এবং খাবারের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সব রেস্টুরেন্ট মালিককে নির্দেশ দেয়া হয়েছে।
]]>




