বিনোদন

চট্টগ্রাম থেকে এ বছরই ট্রেনে যাওয়া যাবে কক্সবাজার

<![CDATA[

আগামী জুনের মধ্যেই পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর রেললাইন স্থাপনের কাজ শেষ হবে। আর ডিসেম্বরেই চট্টগ্রাম-কক্সবাজার রুটে রেল যোগাযোগ চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে রেলওয়ে পূর্বাঞ্চলের ৪২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন শেষে একথা জানান রেলমন্ত্রী।

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারের সঙ্গে সারা দেশের যোগাযোগ সহজ করতে সরকার দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্প ২০১৬ সালে ফাস্ট ট্র্যাক প্রকল্প’ হিসেবে অন্তর্ভুক্ত করে। ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ রেললাইন স্থাপনের কাজ শেষ হয়েছে। বাকি আছে দোহাজারী থেকে চকোরিয়া অংশের কাজ।

এছাড়া সমুদ্রসৈকত থেকে প্রায় তিন কিলোমিটার দূরে নির্মাণ হচ্ছে দৃষ্টিনন্দন ‘ঝিনুকাকৃতির’ রেলস্টেশন। যা দেশের একমাত্র আইকনিক রেলস্টেশন। কাজের অগ্রগতি বিবেচনা করে আগামী ডিসেম্বরেই ট্রেনে করে কক্সবাজার যাওয়ার কথা জানালেন রেলমন্ত্রী।

আরও পড়ুন: ভাড়া বাড়ছে সুবর্ণ এক্সপ্রেসের

তিনি বলেন, জুন-জুলাইয়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যে চালু হবে কক্সবাজারের সঙ্গে রেল যোগাযোগ।

এদিকে, এগিয়ে চলছে সরকারের অগ্রাধিকার ১০টি প্রকল্পের অন্যতম ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেল সংযোগ নির্মাণ কাজও। জুনের মধ্যেই শেষ হওয়ার আশাবাদ মন্ত্রীর।

এছাড়া চট্টগ্রামবাসীর অন্যতম দাবি কালুরঘাট সেতু নির্মাণ কাজ ২০২৪ সালে শুরু হয়ে ২০২৭ এ শেষ করার পরিকল্পনার কথা জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!