চড়ের কথা ভুলে সিনেমা দেখতে বললেন পরিচালক!
<![CDATA[
উইল স্মিথ, যিনি তার অভিনয়ের জন্য আলোচিত হলেও বিগত এক বছরে তার চেয়ে বেশি আলোচিত ছিলেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সঞ্চালক ক্রিস রককে চড় দিয়ে। এরপর দীর্ঘদিন মিডিয়ার আড়ালেই ছিলেন অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ। এবার লম্বা বিরতির পর উইল স্মিথ তার নতুন চলচ্চিত্র নিয়ে আসছেন।
ডিসেম্বরের শুরুতে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া স্মিথের নতুন চলচ্চিত্রটির অফিশিয়াল ট্রেলার প্রকাশ করেছে অ্যাপল অরিজিনাল ফিল্মস। আমেরিকান গৃহযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্রটির ট্রেলারে দাসত্ব জীবনের ভয়াবহতা ও পালিয়ে ক্রীতদাস পিটারের (স্মিথ) গল্প ফুটে উঠেছে। সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকা। ট্রেলার মুক্তির সঙ্গে সঙ্গে ভক্ত-অনুরাগীদের উইল স্মিথের অস্কারের সেই মুহূর্তটি ভুলে সিনেমাটি দেখতে অনুরোধ করেন অ্যান্টোইন ফুকা।
আরও পড়ুন: আসছে রহস্যময় সিরিজ ‘এইটিন নাইনটি নাইন’
‘ভ্যানিটি ফেয়ারকে’ দেয়া বক্তব্যে পরিচালক বলেন, ‘অবশ্যই আমি চাই মানুষ সিনেমাটি দেখুক। এটি সত্য যে একটি খারাপ মুহূর্ত ঘটে গেছে। তবে সেটি মনে রাখার কিছু নেই। ৪০০ বছরের দাসত্ব, নির্মম অত্যাচার ও বর্বরতার গল্প কি একটি সামান্য খারাপ মুহূর্তের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়? আমরা অস্কারের মঞ্চে ছিলাম এবং সেখানে কিছু কুৎসিত ঘটনা ঘটেছে। আমরা সেটার সাক্ষী হয়েছি। তবে এটা ভুলে যাওয়ার সময় এসেছে। এটা ভুলে স্মিথের সিনেমাটি দেখা উচিত।’
ছাড়পত্র সম্পর্কে পরিচালক ফুকা বলেন, ‘চলচ্চিত্রটি বের না হওয়া সম্পর্কে কখনো কোনো আলোচনা হয়নি। স্থগিতাদেশ ছিল। তবে স্টুডিও এবং চলচ্চিত্র নির্মাতারা পরিস্থিতি মূল্যায়ন করেছেন এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন যে এটি আর স্থগিত করার দরকার নেই। এ জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।’
আরও পড়ুন: আবারও আলোচনায় জনি ডেপ
সত্য ঘটনা অবলম্বনে ‘ইমেনসিপেশন’ মূলত ক্রীতদাস পিটারের (স্মিথ) গল্পে নির্মিত, যে তার পরিবারের সন্ধানে পালিয়ে যায়। জীবনের শত প্রতিকূলতা, প্রচণ্ড ঠান্ডা ও রক্তশিকারিদের ছাড়িয়ে এগিয়ে যায় এবং পথে লুইজিয়ানা জলাভূমির মৃত্যুকূপ থেকেও বেঁচে যায়। এমনই একটি গল্পে নির্মিত হয়েছে ‘ইমেনসিপেশন’। এন কোলাজের স্ক্রিপ্ট থেকে নির্মিত সিনেমাটির পরিচালনা ও নির্বাহী প্রযোজনা করেছেন অ্যান্টোইন ফুকা।
সূত্র: ব্ল্যাক হিলস পাইওনিয়ার
]]>