চবিতে ভর্তিচ্ছু প্রতিমার পাশে জিয়া মহিলা কলেজ শিক্ষকরা
নিজস্ব প্রতিনিধি :
অর্থসংকটে ভর্তি অনিশ্চয়তায় থাকায় মেধাবী শিক্ষার্থী প্রতিমা রানী দে কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আর্থিক সহায়তা করেছেন ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ সহ শিক্ষকগণ। গতকাল রবিবার কার্যালয়ে ডেকে নিয়ে তাকে আর্থিক সহায়তা প্রদান করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর কামরুন নাহার। এসময় শিক্ষক পরিষদ সম্পাদক মো: ইকরাম হোসেন ও প্রভাষক এসএম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের কাজিরবাগ গ্রামের দিনমজুর রাখাল চন্দ্র দে এর বড় মেয়ে প্রতিমা রানী কাজিরবাগ হাজী দোস্ত মোহাম্মদ উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.৮৯ পায় প্রতিমা। পরে ২০২১ সালে ফেনী সরকারি জিয়া মহিলা কলেজ থেকে জিপিএ ৫ পান। পরে চট্টবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেধাক্রমে ৪৪৯তম হয়ে বিজ্ঞান বিভাগে ভর্তিতে মনোনীত হন। কিন্তু ভর্তির জন্য আর্থিক সংকটের মধ্যে পড়ে দিশেহারা হয়ে পড়ে প্রতিমা ও তার পরিবার।
প্রতিমা রানী দে ফেনীর সময় কে জানান, “বাবা-মা ও তিন ভাই-বোন নিয়ে তার পরিবার। ছোট বোন পূজা রানী দে হাজী দোস্ত মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণি ও নিরব চন্দ্র দে কাজিরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণিতে অধ্যয়নরত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর সবাই খুশি হরেও ভর্তি নিয়ে পরিবারে অনিশ্চয়তা ছিল।”
প্রতিমা ফেনীর সময় কে জানায়, “এ বিষয়ে সহযোগিতা পেতে সরকারি জিয়া মহিলা কলেজ অধ্যক্ষ ম্যাডাম বরাবরে লিখিতভাবে আবেদন করি। পরে কামরুন নাহার ম্যাডাম আমাকে ভর্তির যাবতীয় খরচ দিয়েছেন। এজন্য স্যারের প্রতি আমি ও আমার পরিবার অনেক কৃতজ্ঞ।”
জানতে চাইলে ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুন নাহার ফেনীর সময় কে বলেন, “শিক্ষকদের মাধ্যমে আর্থিক অসচ্ছলতার বিষয়টি জেনে প্রতিমা রানীর ভর্তির দায়িত্ব নেয় কলেজ পরিবার। ভর্তির জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা স্বরূপ ব্যক্তিগত ও শিক্ষক পরিষদের পক্ষ থেকে ১৭ হাজার টাকা প্রদান করা হয়।”