চলতি বছর রেকর্ড সম্পদ খুঁইয়েছেন ইলন মাস্ক
<![CDATA[
সম্পদ কমছে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্কের। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ার দর কমে যাওয়ার প্রভাবে ২০২২ সালে এ ধনকুবের সম্পদ রেকর্ড সংখ্যক কমেছে।
ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইন্ডেক্সের বরাতে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।
২০২২ সালে ইলন মাস্কের সম্পদের রেকর্ড পতন হয়েছে। চলতি বছর এ ধনকুব ১০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদ খুঁইয়েছেন।
গত বছরের নভেম্বরে টেসলার প্রধান নির্বাহীর সম্পদ ৩০০ বিলিয়ন ডলারের মাইকফলক অতিক্রম করে। তিনিই ইতিহাসের প্রথম ব্যক্তি, যিনি এ মাইলফলক অর্জন করেন। কিন্তু এর পর অনেক কিছুই ঘটে গেছে। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা টুইটার চুক্তি। ২০২১ সালের ৪ নভেম্বর ইলন মাস্কের সম্পদের পরিমাণ ছিল ৩২০ দশমিক ৩ বিলিয়ন ডলার।
তবে তিনি এখনও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। বুধবার (২৩ নভেম্বর) এ প্রতিবেদন লেখার সময় অবদি ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইন্ডেক্সে ইলন মাস্কের সম্পদের পরিমাণ ১৭১ বিলিয়ন ডলার।
মূলত টেসলার স্টকের দাম ব্যাপকভাবে কমে যাওয়ায় তার সম্পদ কমে গেছে। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি সাম্প্রতিক নানা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে কাঁচামালের উচ্চমূল্য এবং সাপ্লাই চেইনে ব্যাঘাত।
আরও পড়ুন: চীনকে হটিয়ে ভারতের সারের বাজারে রাশিয়ার আধিপত্য
এদিকে সম্প্রতি ত্রুটিপূর্ণ টেইল লাইটের কারণে ৩ লাখেরও বেশি গাড়ি ফিরিয়ে নিতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। তার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে টেসলার প্রধান বাজার চীনের ‘জিরো কোভিড নীতি’ পরিস্থিতিকে আরও গুরুতর করেছে। এতে প্রতিষ্ঠানটির সমস্যাগুলো উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
গত বছরের তুলনায় বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির শেয়ার দর অর্ধেকেরও বেশি পড়ে গেছে। সোমবার (২১ নভেম্বর) লেনদেনের শেষ পর্যায়ে টেসলার শেয়ার দর ৬ দশমিক ৮ শতাংশ কমে ১৬৭ দশমিক ৮৭ ডলার হয়েছে। যা ২০২০ সালের নভেম্বরের পর সর্বনিম্ন।
টেসলার প্রায় ১৫ শতাংশ মালিকানা ইলন মাস্কের হাতে। আর প্রতিষ্ঠানটির শেয়ারের দর পতনের মাত্র এক দিনের মাথায় এ ধনকুবের সম্পদ থেকে প্রায় ৮ দশমিক ৬ মিলিয়ন হারিয়ে গেছে।
অপরদিকে গত মাসে ৪৪ বিলিয়ন ডলারে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটার কিনে নেন ইলন মাস্ক। এর পরে নানা বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। এখন পর্যন্ত সামাজিক মাধ্যমটির ৬০ শতাংশ কর্মী ছাটাই করেছেন মাস্ক। তাছাড়া টুইটার কেনার পর টেসলার প্রধান নির্বাহী হিসেবে ইলন মাস্ক প্রতিষ্ঠানটিতে কতটা মনোযোগ দিতে পারছেন, তা নিয়ে টেসলার বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা গেছে।
]]>