চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুই পা হারালেন যুবক
<![CDATA[
বগুড়ায় চলন্ত ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা হারালেন মো. মিলন নামে এক যুবক। বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকাগামী রংপুর এক্সপ্রেসে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে।
বগুড়া রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট সাজেদুর রহমান সাজু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ।
দুর্ঘটনার শিকার মিলন গাইবান্ধার সাঘাটা উপজেলার শিমুলতাইড় গ্রামের আবদুর রশিদের ছেলে।
বগুড়া রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় ঢাকাগামী রংপুর এক্সপ্রেস বগুড়া স্টেশন ছেড়ে যাওয়ার সময় মিলন নামে ওই যুবক দৌড়ে এসে ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান তিনি। এতে মুহূর্তেই ট্রেনের চাকায় কাটা পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান রেল পুলিশের সদস্যরা।
আরও পড়ুন: রেললাইনে বসে মোবাইলে গেম, ট্রেনে কাটা পড়ল মাদ্রাসাছাত্র
মেডিকেল ফাঁড়ির সহকারী উপপরিদর্শক রকিবুর হাসান বলেন, মিলনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়। তার চিকিৎসা চলছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।
]]>




