চাঁদপুরে চুরির সময় চোর চক্রের সক্রিয় সদস্য আটক
<![CDATA[
চাঁদপুরের কচুয়ায় সাইফুল ইসলাম (২১) নামে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) কচুয়া বাজারে কৌশলে তালা ভেঙে এক ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি করে পালানোর সময় তাকে আটক করা হয়। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।
সাইফুল ইসলাম ফেনী শহরের আয়েত আলীর ছেলে।
মোটরসাইকেলের মালিক ব্যবসায়ী রনি ইসলাম বলেন, ‘কৌশলে আমার মোটরসাইকেল তালা ভেঙে নিয়ে যায়। কিন্তু বাজারে যানজট থাকায় মোটরসাইকেল নিয়ে আটকা পড়ে চোর চক্রের সদস্য সাইফুল ইসলাম। এ সময় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করি।’
আরও পড়ুন: ২০ বছর পালিয়ে থাকার পর আটক
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, চোর চক্রের সদস্য সাইফুল ইসলামকে জনতা আটক করে থানায় সোপর্দ করেছে। এরই মধ্যে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে চাঁদপুর কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
]]>




