চাঁদপুরে জাতীয় বিতর্ক উৎসবের মিডিয়া পার্টনার সময় টেলিভিশন
<![CDATA[
‘শুদ্ধ চিন্তা মুক্ত থাকুক যুক্তির আশ্রয়ে’ স্লোগানকে সামনে রেখে আগামী ১৩-১৫ অক্টোবর চাঁদপুরে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী ভাষা বীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব। যেখানে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের শীর্ষ সংবাদমাধ্যম সময় টেলিভিশন।
দেশ সেরা বিতার্কিকদের সবচেয়ে বড় মিলনমেলার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিন দিনব্যাপী আয়োজনের সমাপনীতে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।
ভাষা বীর এম এ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্ট এবং চাঁদপুর সরকারি কলেজের অনুপ্রেরণায় চাঁদপুর ডিবেট মুভমেন্ট (সিডিএম), চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরামের (সিসিডিএফ) আয়োজনে বাংলাদেশ ডিবেট ফেডারেশনের (বিডিএফ) সহযোগিতায় চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে আগামী ১৩-১৫ অক্টোবর ভাষা বীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব ২০২২ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ভাষাবীর এম এ ওয়াদুদ বিতর্ক উৎসবের লোগো উন্মোচন
এরইমধ্যে দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় আন্তঃ বিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় নিবন্ধন ও অংশগ্রহণ নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) থেকে বিতার্কিকদের এই মিলনমেলা শুরু হবে।
জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা ছাড়াও ১৪-১৫ অক্টোবর ১৫০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুই হাজারেরও অধিক বিতার্কিক এবং বিতর্ক অনুরাগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে জাতীয় বিতর্ক উৎসব। এরইমধ্যে উৎসবে অংশগ্রহণের জন্য বিতার্কিক ও বিতর্ক অনুরাগীরা তাদের নিবন্ধন নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: প্রাথমিকে মামলা থাকলে বদলিতে মানা
উৎসবের ১৩ অক্টোবর বিতার্কিকদের সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে ‘মিট উইথ ডা. দীপু মনি এমপি’ শিরোনামে ফেলোশিপ নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হবে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, ডা. আব্দুন নূর তুষার, সাবেক সভাপতি, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের (বিডিএফ) এবং এভারেস্ট বিজয়ী কন্যা নিশাত মজুমদার।
]]>