চাঁদপুরে জেএমবির সদস্য পলাতক আসামি গ্রেফতার
<![CDATA[
চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে মুহিবুল্লাহ (২৮) নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্য এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার কেরোয়া এলাকার রওজাতুল কোরআন মাদ্রাসা থেকে মুহিবুল্লাহকে গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার নয়নতলা এলাকার আমিনুল ইসলামের ছেলে।
চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেনের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়াসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহিবুল্লাহকে গ্রেফতার করে।
আরও পড়ুন: ফরিদপুরে নিখোঁজ সেই চিকিৎসক গ্রেফতার
চলতি বছরের ২১ অক্টোবর নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় র্যাবের দায়ের করা মামলায় পলাতক ছিলেন মহিবুল্লাহ।
এ বিষয়ে বৃহস্পতিবার রাতে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, জেএমবির সদস্য ও পলাতক আসামি মহিবুল্লাহ গত কয়েক মাস ধরে ফরিদগঞ্জ পৌরসভার কেরোয়া এলাকার রওজাতুল কোরআন মাদ্রাসায় চাকরি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে র্যাব-৩ এর কাছে হস্তান্তর করা হয়েছে।
]]>




