চাঁদপুরে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
<![CDATA[
চাঁদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জাহিদ হোসেন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় জাবেদ হোসেন (১৪) নামে অপর আরোহী গুরুতর আহত হয়।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার রসুলপুর এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ হোসেন শাহরাস্তির দক্ষিণ নয়াগাঁও গ্রামের বাসিন্দা। তিনি কচুয়া উপজেলার লক্ষ্মীপুর আবাবিল হাফিজিয়া মাদ্রাসাশিক্ষক ছিলেন। আহত জাবেদ একই মাদ্রাসার ছাত্র। তার বাড়ি কুমিল্লার মুদাফ্ফরগঞ্জ এলাকায়।
আরও পড়ুন: রাজশাহীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, দুপুরে বোগদাদ পরিবহনের একটি বাস চাঁদপুর থেকে কুমিল্লা যাচ্ছিল। পথে উপজেলার রসুলপুর এলাকায় পৌঁছলে দ্রুতগামী একটি মোটরসাইকেল বাসটির নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক জাহিদ হোসেন নিহত এবং তার সঙ্গে থাকা জাবেদ হোসেন গুরুতর আহত হন।
আরও পড়ুন: রংপুরে সাতসকালে দুই বাসের সংঘর্ষে নিহত ৩
এদিকে দুর্ঘটনার পর চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক এক ঘণ্টা ধরে অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘাতক বাস জব্দ করা হলেও চালক পালিয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
]]>




