চাঁদপুরে মাদকবিরোধী অভিযান, বিদেশি মদসহ আটক ১
<![CDATA[
চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে ৫ বোতল বিদেশি ব্রান্ডের দামি মদসহ একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলার শাহরাস্তি পৌরসভার মেহার কালিবাড়ি এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে এই মদের সন্ধান পায় ডিবি পুলিশ। এ সময় শঙ্খ ভান্ডার নামে ওই দোকানের মালিক রণজিৎ দাস (৪২)কে আটক করা হয়। রণজিৎ দাস ওই এলাকার জিতেন্দ্র দাসের ছেলে।
অভিযানে অংশ নেওয়া চাঁদপুর ডিবি পুলিশের উপপরিদর্শক শামীমা আক্তার জানান, শঙ্খ ভাণ্ডার নামে দোকানে বিদেশি মদ মজুত ও বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৫ বোতল মদসহ দোকানের মালিক রণজিৎ দাসকে হাতেনাতে আটক করা হয়।
আরও পড়ুন: ফেনীতে ৪৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় জানান, লাইসেন্স এবং পারমিট ছাড়া যেকোনো মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। সেই ক্ষেত্রে মাদক কারবারি রণজিৎ দাসের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, এই জেলায় মাদক ও মাদক কারবারিদের বিরুদ্ধে অতীতের মতো পুলিশের এমন অবস্থান অব্যাহত থাকবে। বিদেশি ব্রান্ডের দামি মদসহ আটক রণজিৎ দাসের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে চাঁদপুরের ডিবি পুলিশ।
]]>




