চাঁদপুরে মালামালসহ চার ডাকাত গ্রেফতার
<![CDATA[
লুণ্ঠিত মালামালসহ ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ। সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণ থেকে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে গত ২৬ অক্টোবর ভোর রাতে উপজেলার নয়াকান্দি চৌধুরী বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি করে তারা। পরে ডাকাত সদস্যরা নারায়ণগঞ্জে চলে যায়।
গ্রেফতাররা হলেন- আব্দুল কুদ্দুস বাবু (২৫), সারোয়ার হোসেন সোহেল (৩৩), মহসিন মিয়া (৩৪) ও সুজন (২৩)। তারা চাঁদপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: ২৪ বছর পর কৃষক সালাম হত্যা মামলায় ২১ জনের যাবজ্জীবন
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, নয়াকান্দি চৌধুরী বাড়ির দেলোয়ার হোসেন চৌধুরীর বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মুখোশপরা একদল ডাকাত। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও বেশ কয়েকটি মুঠোফোন হাতিয়ে নেয় ডাকাত দল। এ ঘটনার পরের দিন ওই বাড়ির ফুয়াদ চৌধুরী পলাশ বাদী হয়ে থানায় মামলা করেন। এরপর তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডাকাতদের অবস্থান নিশ্চিত করতে তদন্ত শুরু করে পুলিশ।
আরও পড়ুন: শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূর যাবজ্জীবন
ওসি আরও জানান, এর মধ্যে মাত্র চার দিনের মাথায় ডাকাতির সঙ্গে জড়িত অভিযুক্ত ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। একইসঙ্গে তাদের কাছ থেকে লুণ্ঠিত বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ডাকাতরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
]]>




