চাঁদপুরে মোবাইল সাংবাদিকতাবিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
<![CDATA[
মোবাইল ডিভাইস ব্যবহার করে পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ বহুমুখী প্ল্যাটফর্মের জন্য প্রতিবেদন তৈরিতে পারদর্শী করার জন্য চাঁদপুর জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য দুদিনব্যাপী মোবাইল সাংবাদিকতাবিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে টেলিভিশন, অনলাইন ও পত্রিকার জেলা সদরে কর্মরত অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পিআইবির উপপরিচালক (প্রশাসন) জাকির হোসেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাবেক সভাপতি কাজী শাহাদাত, বিএম হান্নান, ইকবাল হোসেন পাটওয়ারী ও সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা।
আরও পড়ুন: ঝিনাইদহ বিসিকে পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ
কর্মশালায় মূল প্রশিক্ষক ছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক ড. জামিল খান। প্রশিক্ষণে ৩৫ জন সাংবাদিক অংশ নেন।
]]>