চাঁদপুরে শিশু হত্যায় পলাতক আসামির মৃত্যুদণ্ড
<![CDATA[
চাঁদপুরে ছয় বছর বয়সী শিশু নাবিল হোসেন ইমনকে অপহরণের পর হত্যার দায়ে পলাতক আসামি শাহজালাল হোসেন সোহাগকে প্রথমে যাবজ্জীবন এবং পরে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহজালাল ফরিদগঞ্জ উপজেলার খড়গাদিয়া গ্রামের বাসিন্দা শাহজাহান মেকারের ছেলে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে দুই হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন
২০১৩ সালের ১ অক্টোবর শিশু নাবিল অপহরণের ঘটনা ঘটে। ঘটনার পরদিন চান্দ্রা এলাকা থেকে শিশু নাবিলের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ফরিদগঞ্জ থানায় মামলা করেন নিহত শিশুর বাবা মিজানুর রহমান। পরে দীর্ঘ তদন্তে নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মামলার ৭ ও ৮ ধারায় আসামিকে যাবজ্জীবন ও ৩০২ ধারায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন বিচারক।
আরও পড়ুন: চাঁদপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
এদিকে আদালতের বিশেষ পিপি সায়েদুল ইসলাম বাবু জানান, ঘটনার পর থেকে মামলার একমাত্র আসামি সোহাগ পলাতক। তবে তাকে গ্রেফতার করার পরই এ রায় কার্যকর করা হবে।
]]>