চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত
<![CDATA[
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুস সাকিব (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
বুধবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালিয়াডাঙ্গা গোরস্থান মোড়ে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এ সময় মোটরসাইকেলে থাকা সাকিবের দুই বন্ধু হাকিম ও রহিম গুরুতর আহত হলে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত আব্দুস সাকিব সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রাম এলাকার আনসারুল ইসলামের ছেলে। তাহেরপুর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের দশম শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুন: ফেনীতে বাস-লরি মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
স্থানীয়রা জানান, বেপরোয়া গতিতে সাকিব তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল যোগে বালুগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুত্বর আহত হন সাকিব ও তার দুই বন্ধু। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে জেলা হাসপাতালে নিলে চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় ওই শিক্ষার্থীর মরদেহ পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে।
]]>