চাকরির ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা, গ্রেফতার ২
<![CDATA[
গাজীপুর সেনাকল্যাণ ট্রাস্টের নামে চুক্তিভিত্তিক চাকরির ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণার মাধ্যমে চাকরিপ্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের দুই মূল হোতাকে রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩।
বুধবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় সুনির্দিষ্ট গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৩-এর একটি আভিযানিক দল রাজধানীর বনানী এলাকায় অভিযান চালায়। এ সময় প্রতারণা করে অর্থ আত্মসাৎকারী চক্রের মূল হোতা রুবেল হোসেন ও মো. হারুন অর রশিদকে গ্রেফতার করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, তাদের কাছ থেকে একটি ভুয়া চাকরির বিজ্ঞপ্তি, ২২টি ভুয়া সেনাকল্যাণ ট্রাস্টের নিয়োগপত্র, একটি মানিব্যাগ, ৪টি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়।
আরও পড়ুন: জামায়াতের কেউ যুদ্ধাপরাধী না হলে নিবন্ধন দিতে বাধা নেই: ইসি আলমগী
তিনি জানান, গ্রেফতার করা আসামিরা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট গাজীপুর সেনা কল্যাণ ট্রাস্টের অধীনের চুক্তি ভিত্তিক বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা করে আসছিল। তারা দীর্ঘদিন ধরে সুপারভাইজার পদে ৪২ মাসের চুক্তি ভিত্তিক মাসিক বেতন ২২ হাজার টাকায় থাকা ও খাওয়া ফ্রির মিথ্যা প্রলোভন দিয়ে চাকরি প্রত্যাশি নিরীহ জনগণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিল। এছাড়া তারা চাকরি প্রার্থীদের ভুয়া নিয়োগপত্রও দিয়ে থাকে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
]]>