চাকা দেবে উল্টে গেল কাভার্ডভ্যান, চালক নিহত
<![CDATA[
ঢাকার সাভারে চাকা দেবে কাভার্ডভ্যান উল্টে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদত হোসেন এস কে এন্টারপ্রাইজের কাভার্ডভ্যান চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এসকে এন্টারপ্রাইজের সব কাভার্ডভ্যান নলিরপাড় খালপাড়ে এলাকায় পার্কিং করে রাখেন চালকরা। সন্ধ্যায় মালবোঝাই একটি কাভার্ডভ্যান শাখা সড়কে উঠতে গিয়ে পেছনের চাকা দেবে যায়। এ সময় চালক নেমে সেটা দেখতে গেলে ও কাভার্ডভ্যানটি উল্টে গিয়ে খালের পাশে পড়ে যায়। এতে চালক শাহাদত চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে উদ্ধারকাজ শুরু করে।
আরও পড়ুন: পিরোজপুরে বাসচাপায় নিহত ১, চালক-হেলপার আটক
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুর্ঘটনাকবলিত যানটি উদ্ধারে করেছে। তবে ঘটনাস্থলে গাড়িচালক নিহত হয়েছেন।
]]>




