চাঞ্চল্যকর তথ্য দিলেন ন্যাটো প্রধান
<![CDATA[
পোল্যান্ডের যে ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই জন নিহত হয়েছে সেটি সম্ভবত ইউক্রেনের ছিল বলে মন্তব্য করেছেন ন্যাটো সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ ।
মঙ্গলবার(১৬ নভেম্বর) বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে স্টলটেনবার্গ বলেছেন, সম্ভবত এটি ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র।
তিনি বলেন, ইউক্রেনের সীমান্তের কাছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেনে চলমান আগ্রাসনের জন্য শেষ পর্যন্ত রাশিয়াই দায়ী।
এদিকে ইউক্রেন দাবি করেছে রাশিয়া ক্ষেপণাস্ত্রটি ছুড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিভিশনে দেওয়া মন্তব্যে বলেছেন , ‘আমার কোন সন্দেহ নেই যে এটি আমাদের ক্ষেপণাস্ত্র নয়। আমাদের সামরিক প্রতিবেদনে যা পেয়েছি তাতে আমি বিশ্বাস করি যে এটি একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র ছিল।
আরও পড়ুন: পোল্যান্ডে ‘রুশ ক্ষেপণাস্ত্র’, ন্যাটো এখন কী করবে?
এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়া থেকে নাও হতে পারে। বাইডেন বলেন, ‘প্রাথমিক তথ্যে’ জানা গেছে যে, রাশিয়া থেকে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা নাও হয়ে থাকতে পারে।
তিনি আরও বলেন, ‘এ বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি কিছু বলতে চাই না। তবে, মনে হচ্ছে যে এটি রাশিয়া থেকে ছোড়া হয়নি। আমাকে বিষয়টা দেখতে হবে।’ বাইডেন বলেন, তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী করণীয় কী হবে তা বিশ্ব নেতারা ঠিক করবেন।
এর আগে মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে ইউক্রেনের সীমান্তবর্তী পোলিশ গ্রাম প্রজেওডোতে শস্য শুকানোর একটি এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাতের পর দুজন নিহত হয়। ঘটনার পরেই রাশিয়ার বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠে। তবে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।
]]>