চার বছরের জন্য নিষিদ্ধ ক্যারিবীয় ব্যাটসম্যান
<![CDATA[
ডোপবিরোধী মামলায় চার বছরের জন্য নিষিদ্ধ হলেন উইন্ডিজ ব্যাটসম্যান জন ক্যাম্পবেল। তার বিরুদ্ধে এই অভিযোগ করে শাস্তি দিয়েছে জামাইকা অ্যান্টি ডোপিং কমিশন (জাডকো)।
গেল এপ্রিলে নিজ শহর কিংস্টনে ডোপিং পরীক্ষা করাতে অস্বীকৃতি জানিয়েছিলেন ক্যাম্পবেল। পরীক্ষায় ব্যবহৃত রক্তের নমুনা দেয়ার জন্য একটা সময় বেঁধে দেয়া হয়েছিল তাকে, সেই দিনে তিনি রক্ত দিতে যাননি। এর ফলেই তার বিরুদ্ধে এ পদক্ষেপ নিয়েছে জাডকো।
আরও পড়ুন: মিচেলের বদলিতে দলে ডাক পেলেন ক্লিভার
তার এই অস্বীকৃতির বিষয়ে তদন্ত করতে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করে কমিশনটি। গেল শুক্রবার এই তদন্তের প্রতিবেদন কমিশনে জমা দেয় কমিটি। তদন্ত কমিটির দেয়া ১৮ পৃষ্ঠার প্রতিবেদনের ওপর ভিত্তি করেই তার ওপর নেমে আসে এই শাস্তি।
নিষিদ্ধ করার সিদ্ধান্তে বলা হয়, জাডকোর ২.৩ ধারায় ডোপিং বিধিমালা ভেঙেছেন জন ক্যাম্পবেল। তিনি অনিচ্ছাকৃতভাবে এ কাজ করেছেন। আর এ কথার পক্ষে কোনো প্রমাণ খুঁজে পায়নি প্যানেল। এমন পরিস্থিতিতে চার বছর খেলতে পারবেন না এই অ্যাথলেট।
জ্যাডকোর আইনের ১০.৩.১ নম্বর ধারা অনুসারে এই কাজের শাস্তি ৪ বছর নিষেধাজ্ঞা। সেটাই নেমে এসেছে এবার ক্যাম্পবেলের ওপর। গত ১০ মে থেকে ক্যারিবীয় এই ক্রিকেটারের ওপর এই শাস্তি কার্যকর করেছে জ্যাডকো।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজ
আন্তর্জাতিক ক্রিকেটে জন ক্যাম্পবেল সবশেষ খেলেছেন গত জুনে। ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান উইন্ডিজের হয়ে ২০টি টেস্ট, ৬টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছেন। সবশেষ টেস্টটা তিনি খেলেছেন বাংলাদেশের বিপক্ষে।
]]>




