চার মাস আগেই মেয়াদ শেষ, অর্ধেকও এগোয়নি সেতুর কাজ
<![CDATA[
কিশোরগঞ্জের হোসেনপুরে দীর্ঘদিনেও শেষ হয়নি নরসুন্দা নদীর ওপর নির্মাণাধীন কাওনা বেইলি ব্রিজের কাজ। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে চার মাস আগে। কাজ শেষ না করেই ফেলে রাখা হয়েছে পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলার মধ্যে যোগাযোগের একমাত্র সড়কের এ সংযোগ সেতুটি। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
জানা গেছে, ২০২০-২০২১ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অর্থায়নে হোসেনপুর-পাকুন্দিয়া সড়কের কাওনা এলাকায় ৪০ মিটার গার্ডার ব্রিজ নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। প্রকল্প বাস্তবায়নের কাজ পায় এসটিভিল-এসএসি নামে কুমিল্লার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২ কোটি ৯৭ লাখ ৮৬ হাজার ৬২৮ টাকা ব্যায়ে এ বেইলি ব্রিজের নির্মাণ প্রকল্পের কার্যাদেশের মেয়াদ শেষ হয়েছে গত জুনে। তবে কাজ শেষ হয়নি অর্ধেকও।
এলাকাবাসী জানান, সেতুর নির্মাণ কাজ বন্ধ থাকায় তারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বন্ধ রয়েছে বাস ও ট্রাক চলাচল। দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। বিকল্প মাটির রাস্তায় পারাপারে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। অন্যদিকে, তদারিক না থাকায় সেতুর লোহার রড কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। যেন দেখার কেউ নেই।
আরও পড়ুন: এত প্রাণহানির পরেও কি আউলিয়া ঘাটে ব্রিজ হবে না?
ভ্যানচালক রফিক মিয়া বলেন, ‘ছোট্ট এ ব্রিজটি প্রায় দেড় বছরেও শেষ হয়নি। বিকল্প মাটির রাস্তায় চলাচল করতে গিয়ে মাঝেমাঝেই দুর্ঘটনা ঘটছে।’
ট্রাকের চালক মফিজ উদ্দিন বলেন, ‘অনেক দিন ধরে ব্রিজের কাজ বন্ধ হয়ে আছে। এতে আমাদের খুব সমস্যা হয়। সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে এটা দ্রুত নির্মাণ করা দরকার।’
এ বিষয়ে কিশোরগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম জানান, ঠিকাদারের গাফিলতিসহ সময়মতো অর্থ বরাদ্দ না পাওয়ায় সেতুর কাজ শেষ করতে দেরি হচ্ছে। শিগগিরই কাজ শেষ করার উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
]]>