চার সেতু পেয়ে আনন্দের জায়ারে ভাসছেন ঝালকাঠিবাসী
<![CDATA[
চার সেতু পেয়ে আনন্দের জায়ারে ভাসছেন ঝালকাঠিবাসী। সোমবার (০৭ নভেম্বর) সারা দেশে ১০০টি সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ধারাবহিকতায় ঝালকাঠিতে ৪টি সেতুর উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুগুলোর উদ্বোধন করা হয়। এতে জেলাবাসীর বহুদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন আজ পূরণ হয়েছে।
জেলায় এ ৪টি সেতু উদ্বোধনের ফলে খুলনা-বরিশাল অঞ্চলসহ ঝালকাঠির সঙ্গে বরগুনা ও স্থানীয় গ্রামীণ যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন হলো।
এ সেতুগুলোর কারণে যাতায়াতের সময় কমিয়ে সড়ক যোগাযোগ নিরবচ্ছিন্ন ও সহজ হবে। সেতুগুলো জেলার অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করবে বলে মনে করছেন জেলাবাসী।
ঝালকাঠির সড়ক বিভাগের দেয়া তথ্য মতে, সেতুগুলো জেলার রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা এবং এই উপজেলার আমুয়া ও রগুনা জেলার বামনা সড়কে সংযোগ করছে।
আরও পড়ুন: মধুমতী সেতু উদ্বোধন হলেও নেই প্রত্যাশিত যাতায়াত সুবিধা
উদ্বোধন হওয়া সেতুগুলো হলো— কাঁঠালিয়া সেতু, কচুয়া সেতু, সেন্টার হাট সেতু এবং পুটিয়াখালী সেতু।
এদিকে প্রধানমন্ত্রীর এ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসক সভাকক্ষ ভার্চুয়ালি সংযুক্ত থাকে। এতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও সড়ক বিভাগসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
]]>




