বিনোদন

চালের ওপর চড়া শুল্ক ও খুদে নিষেধাজ্ঞা দিল ভারত

<![CDATA[

গম রফতানিতে নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধ করার পর এবার চাল রফতানিতে কঠোর হচ্ছে ভারত। সম্প্রতি দেশটি বাসমতি ছাড়া অন্যান্য চালের ওপর ২০ শতাংশ রফতানি শুল্ক ও খুদ (ভাঙা চাল) রফতানি নিষিদ্ধ করেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এ শুল্ক আরোপ ও নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির বৈদেশিক বাণিজ্য বিভাগ (ডিজিএফটি)।

 

ডিজিএফটির জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ৯ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে যেসব জাহাজে খুদ বোঝাই করা হয়েছে কিংবা এর প্রস্তুতি নিচ্ছে, সেসব পণ্য জারি করা নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

 

মূলত খারিফ (বর্ষা মৌসুম) মৌসুমে খরার কারণে গত বছরের তুলনায় এ বছর ধানের ফলন অনেকটাই কমে যাবে বলে ধারণা করছে ভারতের খাদ্য মন্ত্রণালয়। এ ক্ষেত্রে নিজেদের খাদ্য নিরাপত্তা বজায় রাখতে এমন সিদ্ধান্ত নিল দেশটি।

 

ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমসের বরাত দিয়ে জানা যায়, দেশটির খাদ্যসচিব সুধাংশু পাণ্ডে জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবছরে খরার কারণে ধানের উৎপাদন ১২ মিলিয়ন টন পর্যন্ত কমে যেতে পারে, যা আশঙ্কাজনক।

 
আরও পড়ুন: শক্তিশালী হচ্ছে ব্রিকস, পশ্চিমাদের টেক্কা দিতে সক্ষম
 

পাণ্ডে বলেন, যদিও ভারতে চাহিদানুসারে পর্যাপ্ত পরিমাণ চাল মজুত আছে, কিন্তু বেশুমার রফতানির জন্য এ মজুত যথেষ্ট নয়। চলতি বছর বৈশ্বিক সংকট ও খরার কারণে দেশটির অভ্যন্তরে বেড়ে খেছে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি। গত কয়েক মাসে কেবল চালের দামই বেড়েছে ৩৮ শতাংশ। এ অবস্থায় নিজেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের এমন সিদ্ধান্তকে দেশের জন্য কল্যাণমূলক কার্যকরী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!