চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোতে কোনো নারী নেই
<![CDATA[
চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্বে ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনও নারী সদস্য নেই। রোববার (২৩ অক্টোবর) প্রকাশিত নতুন পলিটব্যুরো রোস্টার অনুসারে এ তথ্য জানা গেছে।
পূর্ববর্তী পলিটব্যুরোতে বসা একমাত্র নারী সান চুনলান অবসর নিয়েছেন এবং অন্য কোনও নারীকে নিয়োগ দেয়া হয়নি।
রোববার কমিউনিস্ট পার্টির কর্মকর্তারা জানিয়েছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কমিউনিস্ট পার্টির সপ্তাহব্যাপী কংগ্রেসে নতুন মেয়াদে শীর্ষ পদে উঠে এসেছেন। সপ্তাহব্যাপী কংগ্রেসের পর তৃতীয় মেয়াদে তিনি চীনের নেতা নির্বাচিত হন।
চীনের নেতা হিসেবে ঐতিহাসিক তৃতীয় মেয়াদে জয়লাভ করার পর শি জিনপিং রোববার ‘নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের’প্রতিশ্রুতি দিয়েছেন।
বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে সাংবাদিকদের তিনি বলেন, আপনারা আমাদের ওপর যে আস্থা রেখেছেন তার জন্য আমি পুরো পার্টিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন মাও সে তুং। তার পর থেকে আর কোনও নেতা পরপর তিনবার চীনের প্রধান পদে বসেননি। সেই রেকর্ড ভেঙে দিলেন জিনপিং। একই সঙ্গে এদিন স্থায়ী কমিটিও ঘোষণা করেন তিনি।
]]>