বিনোদন

চীনা বিমান প্রবেশ করলে ভূপাতিত করা হবে: তাইওয়ান

<![CDATA[

তাইওয়ানের আকাশে চীনা বিমানের অনুপ্রবেশ ঘটলে নিজেদের নিরাপত্তা রক্ষায় তা ভূপাতিত করা হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে তাইপে। এমনকি বেইজিংয়ের সঙ্গে যুদ্ধে যেতেও পিছু হটবে না বলে সাফ জানিয়েছেন তাইওয়ানের প্রতিরক্ষা বিভাগের প্রধান। খবর রয়টার্স।

দিন দিন বেড়েই চলেছে তাইওয়ান-চীন উত্তেজনা। তাইপের সীমানায় চীনা বিমান অনুপ্রবেশের ঘটনাও এখন আর নতুন কিছু নয়। অঞ্চলটিতে চীনা সামরিক শক্তি জোরদার করাকে কেন্দ্র করে মার্কিন সেনা তৎপরতাও বেড়েছে। সম্প্রতি তাইপে প্রণালিতে একাধিকবার পারমাণবিক যুদ্ধজাহাজের টহলে সেই উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। চীন হামলা চালালে তাইওয়ানের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

তাইওয়ানের সীমানায় চীনা বিমান অনুপ্রবেশ ঠেকাতে এবার বেইজিংয়ের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে তাইপে। এক বিবৃতিতে স্বায়ত্তশাসিত অঞ্চলটির প্রতিরক্ষা বিভাগের প্রধান বলেন, আবারও চীনা বিমান কিংবা ড্রোনের অনুপ্রবেশ ঘটলে নিজেদের নিরাপত্তা রক্ষায় তা ভূপাতিত করা হবে। প্রয়োজনে চীনের সঙ্গে যুদ্ধে যেতেও পিছু হটবে না বলে সাফ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: চীনের সঙ্গে ‘আপসের কোনো সুযোগ নেই’: তাইওয়ান

চীনের হুমকি মোকাবিলায় যুদ্ধাজাহাজ তৈরি করা হবে বলেও জানিয়েছেন তাইওয়ানের প্রতিরক্ষা বিভাগের প্রধান। ২০২৬ সালের মধ্যেই এগুলো নৌবহরে যুক্ত হবে বলেও নিশ্চিত করেন তিনি। একই সঙ্গে চীনা সাবমেরিন ধ্বংস করতে বিশেষ ধরনের রণতরি বানানো হবে বলেও জানানো হয়।

সম্প্রতি জাপান ও দক্ষিণ কোরিয়ার আকাশসীমার আশপাশে চীনা বিমান অনুপ্রবেশের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সিউল। তাদের দাবি, বিমান অনুপ্রবেশ ঘটিয়ে প্রতিপক্ষের পাল্টা জবাবের সক্ষমতা যাচাই করছে বেইজিং।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!