খেলা

চীনের পাহাড়ি অঞ্চলে বাস দুর্ঘটনা, নিহত ২৭

<![CDATA[

চীনে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় ২৭ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। রোববার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি প্রদেশ গুইঝোর মহাসড়কে বাস উল্টে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রাদেশিক রাজধানী গুইয়াং থেকে প্রায় ১৭০ কিলোমিটার (১০৫ মাইল) দক্ষিণ-পূর্বের স্যান্ডু কাউন্টিতে রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

বাসটিতে ৪৭ জন যাত্রী ছিল বলে জানা গেছে। আহত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 

আরও পড়ুন: কাশ্মীরে বাস দুর্ঘটনায় নিহত ১১

এ দুর্ঘটনাকে চলতি বছরের এ পর্যন্ত চীনের সবচেয়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা বলে উল্লেখ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

এনডিটিভি জানায়, এর আগে গত জুনে গুইঝো প্রদেশে একটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়ে এক চালক নিহত হন। এ ছাড়া চীনে গত মার্চে এক বিমান দুর্ঘটনায় ১৩২ জন যাত্রীর সবাই নিহত হন, যা গত কয়েক দশকের মধ্যে চীনে ঘটে যাওয়া সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!