চীনের সঙ্গে আগের সম্পর্কে ফিরতে চান জেলেনস্কি
<![CDATA[
রাশিয়ার অভিযানের ব্যাপারে চীনের অবস্থান অস্পষ্ট হলেও চীনের সঙ্গে ফের সম্পর্ক স্থাপন করতে আগ্রহী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শনিবার (২৪ সেপ্টেম্বর) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার হামলা শুরু হওয়ার আগে চীনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। তাছাড়া বেইজিংয়ের সঙ্গে অনেক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাও ছিল।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর দিমিত্রো কুলেবার সঙ্গে সাক্ষৎ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এরপরই ইউক্রেনের প্রেসিডেন্টের কাছ থেকে এমন মন্তব্য এলো।
বার্তাসংস্থা সিনহুয়া জানায়, কুলেবাকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেছেন, সব দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখন্ডতাকে অবশ্যই সম্মান করতে হবে। সমস্ত দেশের বৈধ নিরাপত্তা উদ্বেগকে অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে এবং সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য সহায়ক সমস্ত প্রচেষ্টাকে সমর্থন করতে হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনি ব্লিনকেন চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় তাইওয়ানকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: যুদ্ধে না গেলে কঠোর শাস্তি, ঘোষণা পুতিনের
ব্লিনকেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের ফাঁকে নিউইর্য়কে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে ৯০ মিনিট ধরে আলোচনা করেন। তিনি এ আলোচনাকে ‘অমায়িক’ হিসেবে অভিহিত করেন এবং আলোচনায় তাইওয়ানের প্রসঙ্গ গুরুত্ব পায়।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ব্লিনকেন জোর দিয়ে বলেন যে, তাইওয়ান প্রণালীজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ।
এতে আরও বলা হয়, তিনি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সরাসরি যোগাযোগ এবং দায়িত্বশীল সম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন, বিশেষকরে উত্তেজনা চলার সময়।
মার্কিন পররাষ্ট্র বিভাগের এক কর্মকর্তা তাইওয়ান বিষয়ে এ আলোচনাকে ‘খোলাখুলি ও আন্তরিক’ হিসেবে অভিহিত করেন।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ওয়াং এই প্রথমবারের মতো নিউইয়র্কে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত করেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) নিরাপত্তা পরিষদের এক বৈঠকে রাশিয়াকে সমর্থন জানানোর চেয়ে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর বেশি জোর দেন তিনি।
]]>




