চীনের সঙ্গে ‘আপসের কোনো সুযোগ নেই’: তাইওয়ান
<![CDATA[
তাইওয়ান তাদের গণতান্ত্রিক জীবনযাত্রার পথ কখনো পরিত্যাগ করবে না। এ ক্ষেত্রে চীনের সঙ্গে তাইওয়ানের আপস করার কোনো সুযোগ নেই।
সোমবার (১০ অক্টোবর) জাতীয় দিবসের ভাষণে তাইওয়ানের নেতা তিসাইল ইং-ওয়েন চীনকে সতর্ক করে এ বার্তা দিয়েছেন।
ভাষণে তিনি তাইওয়ান নিয়ে চীনের পদক্ষেপকে রাশিয়ার ইউক্রেন অভিযানের সঙ্গে তুলনা করেন। খবর এএফপি’র।
তাইওয়ানের দুই কোটি ৩০ লাখ মানুষ প্রতিনিয়ত চীনের কমিউনিষ্ট পার্টির আগ্রাসনের হুমকির মুখে রয়েছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ যেভাবে ভীতি ছড়িয়েছে, তাইওয়ানের ব্যাপারেও বেইজিংয়ের কিছু পদক্ষেপ একইভাবে ভীতি ছড়াচ্ছে।
জাতীয় দিবসের ভাষণে প্রেসিডেন্ট তিসাইল ইং-ওয়েন একদিন তাইওয়ানের নিয়ন্ত্রণ গ্রহণে বেইজিংয়ের উদ্দেশ্যকে মস্কোর আগ্রাসনের সঙ্গে তুলনা করেন। এ ব্যাপারে প্রয়োজন হলে তাইওয়ান তাদের শক্তি প্রয়োগের অঙ্গীকার ব্যক্ত করে।
আরও পড়ুন: ‘ভয়ের কিছু নেই’ বলেই ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
তিনি বলেন, স্বাধীন ও গণতান্ত্রিক বিশ্ব ব্যবস্থার ক্ষেত্রে সামরিক শক্তি প্রয়োগের এমন চ্যালেঞ্জ আমরা একেবারে উপেক্ষা করতে পারি না। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তাইওয়ানের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, চীনের অংশ হওয়ার কোন ইচ্ছে নেই তাইওয়ানের।
তিসাইল ইং-ওয়েন বলেন, এ ব্যাপারে ‘তাইওয়ানের জনগণ ও আমাদের রাজনৈতিক দলগুলো একেবারে ঐক্যবদ্ধ যে আমরা অবশ্যই আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের স্বাধীনতা ও গণতান্ত্রিক জীবনযাত্রার পথ রক্ষা করবো।
]]>




