চীনের সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
<![CDATA[
চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
শোকবার্তায় প্রধানমন্ত্রী জেমিনের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
৩০ নভেম্বর চীনের সাংহাই শহরে ৯৬ বছর বয়সে মারা যান প্রবীণ এ রাজনীতিক। জিয়াং জেমিন দীর্ঘদিন ধরে লিউকেমিয়াসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। জিয়াংকে দীর্ঘদিনের পরীক্ষিত কমিউনিস্ট যোদ্ধা হিসেবে উল্লেখ করেছে দলটি। তাছাড়া দেশটির পার্লামেন্ট, মন্ত্রিপরিষদ বিভাগ ও সামরিক বাহিনীর পক্ষ থেকেও জিয়াংয়ের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
১৯৮৯ সালে তিয়ানআনমেন ট্রাজেডির পর একপ্রকার অপ্রত্যাশিতভাবেই চীনের ক্ষমতায় আসেন জিয়াং। ১৩ বছর পর ২০০২ সালে সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওয়ের হাতে ক্ষমতা হস্তান্তর করেন তিনি।
আরও পড়ুন: চীনের সাবেক প্রেসিডেন্ট মারা গেছেন
প্রেসিডেন্ট হিসেবে জিয়াংয়ের সবচেয়ে আলোচিত কাজ হলো, চীনকে বৈশ্বিক কূটনৈতিক বিচ্ছিন্নতা থেকে বের করে নিয়ে আসা। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মেরামতেও আগ্রহ দেখান তিনি।
আরও বলা হয়, চীন যে নজিরবিহীন অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের মধ্য দিয়ে যাচ্ছে, তা জিয়াংয়ের শাসনামল থেকেই শুরু হয়েছে।
তার হাত ধরেই চীনে মুক্ত বাজারভিত্তিক অর্থনৈতিক সংস্কার, ১৯৯৭ সালে ব্রিটিশ শাসনের হাত থেকে হংকংকে মুক্ত করা ও ২০০১ সালে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সদস্য হওয়ার মতো বৈপ্লবিক পরিবর্তন দেখেছে চীন।
বলা হয়, চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উত্থানেও সহায়ক হিসেবে কাজ করেছেন জিয়াং। ২০১২ সালে ক্ষমতা নেয়ার পর জিয়াংয়ের অর্থনৈতিক উদারীকরণ ও কঠোর রাজনৈতিক নিয়ন্ত্রণের মিশ্রণেই চীন শাসন করছেন জিনপিং।
]]>