চীনে ৮০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত
<![CDATA[
চীনের ৮০ শতাংশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির একজন শীর্ষ জনস্বাস্থ্য কর্মকর্তা। আগামী দু-তিন মাসের মধ্যে চীনের কোভিড পরিস্থিতি অভাবনীয় কোনো উন্নতির সম্ভাবনা কম বলে জানা গেছে।
চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রধান মহামারি বিশেষজ্ঞ উ জুনিউ স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে দেয়া একটি পোস্টে বলেছেন, চলমান চান্দ্র নববর্ষের ছুটির সময় জনগণের অবাধ চলাচল মহামারির আরও বিস্তার ঘটানোর আশঙ্কা রয়েছে।
সম্প্রতি চীনজুড়ে কোভিড বিধিনিষেধগুলো শিথিল হওয়ার পর লক্ষ লক্ষ চীনা নাগরিক ছুটির পুনর্মিলনের জন্য দেশজুড়ে ভ্রমণ করছেন। এতে দেশটির গ্রামীণ জনপদে নতুন করে কোভিডের প্রাদুর্ভাবের আশঙ্কা তৈরি হয়েছে।
আরও পড়ুন: চীনে এক সপ্তাহে ৬৩ হাজারের বেশি করোনা রোগী হাসপাতালে
বৃহস্পতিবার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের এক কর্মকর্তা জানান, জ্বরের রোগীদের সেবাদানে নিয়োজিত ক্লিনিক, জরুরি সেবা কক্ষ এবং গুরুতর রোগীদের সেবাদান কেন্দ্রগুলোতে কোভিড রোগীদের উপচে পড়া ভিড় শুরু হয়েছে।
সরকারি তথ্যানুযায়ী, চীন সরকার হঠাৎ করে শূন্য-কোভিড নীতি বাতিল করার প্রায় এক মাস পর ১২ জানুয়ারি পর্যন্ত প্রায় ৬০ হাজার কোভিড রোগী হাসপাতালে মারা গেছেন।
তবে বিশেষজ্ঞরা বলেছেন, সরকার যে পরিসংখ্যান দিয়েছে তা খুবই কম। কারণ, বাড়িতে মারা যাওয়া ব্যক্তিরা এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হয়নি।
]]>