বাংলাদেশ

চীন-ভারতের মধ্যে বাড়ছে পানি নিয়ে উত্তেজনা

<![CDATA[

ভবিষ্যতে পানি নিয়েই হবে যুদ্ধ, এমন কথা প্রচলিত আছে বহু দিন ধরেই। এবার সেই কথার যেন বাস্তবে রূপ দিতে যাচ্ছে ভারত ও চীন। পানিকে ঘিরেই বড় বড় সব প্রকল্প হাতে নিয়েছে দেশ দুটি।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ‘ওয়াটার ওয়ারস’ এর হুমকির আশঙ্কায় অরুণাচল প্রদেশে ১১ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নিজেদের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প শুরু করেছে ভারত। অরুণাচল সীমান্তে চীনের ৬০ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প শুরুর পরপরই এই পদক্ষেপ নিল ভারত। 

একইসঙ্গে, তিনটি স্থগিত প্রকল্পও নতুন করে শুরু করতে যাচ্ছে দিল্লি।

আরও পড়ুন: মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্র, ভিত্তিহীন বলছে ভারত

প্রতিবেদনে এ নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়। তাদের দাবি, জলবিদ্যুৎ প্রকল্পের পর চীন পানি সরিয়ে নিলে বা নদীর গতিপথ পরিবর্তন করলে ভয়াবহ পানি সংকটে পড়বে ভারত। আবার আকস্মিক পানি ছেড়ে দিলে, বেশ কয়েকটি রাজ্যে দেখা দেবে বন্যা। বিদ্যুৎ উৎপাদনেও ঘটবে ব্যাঘাত।

ব্রহ্মপুত্রের অববাহিকার প্রায় ৫০ শতাংশ চীনা ভূখণ্ড আছে। আর তাই অরুণাচল প্রদেশের খুব কাছে মেডোগে নির্মিত এই বাঁধ রাজনৈতিক হাতিয়ার হিসাবেও ব্যবহার করতে পারে চীন বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!