চুয়াডাঙ্গায় বখাটের ছুরিকাঘাতে দুই যুবক আহত
<![CDATA[
চুয়াডাঙ্গা সদরে বখাটের ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া চকপাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ানের চকপাড়ার হায়দার আলির ছেলে মাফি ও লালন শেখের ছেলে আমির হোসেন।
আহত আমির হোসেন জানান, বুধবার সকালে আলোকদিয়া চকপাড়ার শাহ আলম তার দোকানের সামনে রাস্তার উপর একটি বাইসাইকেল রাখলে মাফি সরিয়ে নিতে বলে। এতে শাহ আলম ক্ষিপ্ত হয়। পরে বখাটে শাহ আলম আমির হোসেন ও মাফিকে দেখতে পেয়ে পিছন দিক থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আরও পড়ুন: পটুয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত ২
এ সময় স্থানীয়রা দুইজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আবু সাঈদ জানান, আলোকদিয়া এলাকায় দুই যুবককে ছুরিকাঘাতে জখমের বিষয়টি জানার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ছাড়া অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
]]>