চুয়াডাঙ্গায় বিএনপির মশাল মিছিল
<![CDATA[
চুয়াডাঙ্গায় গণমিছিলের প্রস্তুতির সময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব শরিফুজ্জামান শরিফসহ ৭ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে মশাল মিছিল করা হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে পৌর এলাকার বুজরুকগড়গড়ি পাড়ায় বিএনপি নেতাকর্মীরা এ মশাল মিছিল করেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। তারা মিথ্যা মামলায় গ্রেফতার বন্ধের দাবি জানান।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিস্ফোরক মামলায় ছাত্রদল নেতাসহ গ্রফতার ২
চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা বলেন, দলের নেতাকর্মী গ্রেফতার হলে বিভিন্ন কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। মশাল মিছিলটা গ্রেফতারের প্রতিবাদের অংশ হিসাবে ধরা যেতে পারে। দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবি জানাচ্ছি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, মশাল মিছিলের বিষয়টি আমার নলেজে নেই। তাই এ বিষয়ে কিছু বলার নেই।
উল্লেখ্য, ২০২২ সালের ৪ ডিসেম্বর চুয়াডাঙ্গা সদর থানার উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদী হয়ে বিএনপির ৩৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে প্রায় শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন বিস্ফোরক আইনে। এ ঘটনায় পুলিশ ১৮ জনকে গ্রেফতার করেছে।
]]>




