চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান
<![CDATA[
চুয়াডাঙ্গার দর্শনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে চার দোকান মালিককে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে দর্শনা পৌর এলাকার পুরাতন বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ।
তিনি জানান, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পুরাতন বাজার এলাকার মুদিখানা, ফার্মেসি, ফলের দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে তিন দোকান মালিককে ১৯ হাজার টাকা জরিমানা করে।
আরও পড়ুন: অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে মিষ্টি, জরিমানা
এর মধ্যে মেসার্স দোয়েল মেডিকেল নামক প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. হায়দার আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারায় ১০ হাজার টাকা, মেসার্স মাস্টার ফার্মেসির মালিক মো. আবু সাঈদকে একই অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেসার্স সিরাজ ফল ভান্ডারে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ও কোমল পানীয় বিক্রয় ও ফলের মূল্য তালিকা প্রদর্শন না করাসহ তার ফলের দোকানে উত্তেজক সিরাপ পাওয়ার অপরাধে মালিক মো. সুমন আলীকে ৩৮ ও ৫১ ধারায় ৩ হাজার টাকা, মেসার্স মমিন ফল ভান্ডারের মালিক মো. শামীম মিয়াকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অভিযানে সার্বিক সহযোগিতায় করে দর্শনা থানা পুলিশের একটি টিম।
]]>




