বিনোদন

চুয়াডাঙ্গা আ.লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়িতে আহত ৫

<![CDATA[

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলন শুরুর আগে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। এতে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দারসহ ৫ জন আহত হয়েছেন।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ মারামারির ঘটনা ঘটে।

আহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার, সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক স্কুলবিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান ও ছাত্রনেতা হীরক আহমেদ।

আরও পড়ুন: বিএনপিকে আর ছাড় নয়, হুঁশিয়ারি কাদেরের

জানা গেছে, সম্মেলন শুরুর আগে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাফির অনুসারীরা সম্মেলনস্থলে বসা নিয়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিকের সঙ্গে কথা কাটাকাটি শুরু করেন। এক পর্যায়ে মাফির অনুসারীরা অনিককে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারতে থকে। এ সময় চেয়ারের আঘাতে অনিকসহ ৫ জন আহত হন। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে পুলিশ: মোশাররফ

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবাইদা জামাল জানান, মোহাইমেন, ফিরোজ ও রাজু চিকিৎসাধীন। তানিম ও হীরক প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

এদিকে জেলা আওয়ামী লীগের সম্মেলন এখনও (এ রিপোর্ট লেখা পর্যন্ত) শুরু হয়নি। আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকে নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে টাউন ফুটবল মাঠে আসছেন। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!