চুয়াডাঙ্গা সীমান্তে আটক ভারতীয় বৃদ্ধাকে ফেরত
<![CDATA[
মেহেরপুরে আত্মীয় বাড়িতে বেড়ানো শেষে অবৈধভাবে ভারতে ফিরে যাওয়ার সময় চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জ সীমান্ত থেকে মন্ডল জামিলা বেওয়া (৭৮) নামে এক বৃদ্ধাকে আটক করে বিজিবি। আটকের চার দিন পর পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে বৃদ্ধাকে ফেরত দেয়।
বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তের শূন্য রেখায় পতাকা বৈঠক শেষে ওই বৃদ্ধাকে ফেরত দেয়া হয়।
মন্ডল জামিলা বেওয়া ভারতের নদীয়া জেলার ধুবুলিয়া থানার পাথরাদহ পশ্চিমপাড়ার মৃত ফজলুর স্ত্রী।
আরও পড়ুন: সীমান্তে অপরাধ দমনে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক শাহ মো. ইশতিয়াক জানান, মন্ডল জামিলা বেওয়া প্রায় তিন মাস আগে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারত থেকে বাংলাদেশের মেহেরপুর জেলার কাসীয়ারীপাড়ায় ভাই রহিম বক্সের বাড়িতে বেড়াতে আসেন। বেড়ানো শেষে গত ২২ জানুয়ারি অবৈধভাবে চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্ত দিয়ে ভারতে ফেরার জন্য আসে। এ সময় তিনি সীমান্তের ৯৩ নং মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করছিল। মুন্সিপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় এক বৃদ্ধাকে ঘোরাফেরা করতে দেখে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে মেহেরপুর আত্মীয় বাড়িতে আসার বিষয়টি জানায়।
আরও পড়ুন: সীমান্ত হত্যা বন্ধে দুই দেশই আন্তরিক: স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি আরও জানান, বৃদ্ধা নারীকে ফেরত দিতে বিজিবি বিএসএফকে লিখিতভাবে জানায়। ২৫ জানুয়ারি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মুন্সিপুর সীমান্তের ৯৩নং মেইন পিলারের কাছে শূন্য রেখায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের মাধ্যমে বৃদ্ধাকে ফেরত দেয়া হয়।
]]>




