চুরির অভিযোগে কিশোরকে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
<![CDATA[
দিনাজপুরের ঘোড়াঘাটে চুরির অভিযোগে শ্রী বিজয় (১৫) নামে এক কিশোরকে পিলারের সাথে বেঁধে অমানুষিক নির্যাতনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার ২নং পালশা ইউপির ডুগডুগিহাট বাজারে এই ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার বিজয় (১৫) ডুগডুগিহাট বাজারের শ্রী মানিকের ছেলে। তারা বাজারে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করে।
কিশোরকে নির্যাতনের ৫ মিনিট ৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পরে বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঘোড়াঘাট থানা পুলিশ নির্যাতনকারী দুজন ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।
আটক দুজন হলেন- আলম মিয়া (৬২) ও আলম হোসেন (৬৫)। তারা দুজনেই দেওগ্রাম গ্রামের বাসিন্দা। তারা ডুগডুগিহাট বাজারের নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করে।
ভিডিওতে দেখা যায়, কিশোর বিজয়ের দুই হাত উল্টোদিক করে বারান্দায় থাকা পিলারের সাথে বেঁধে রাখা হয়েছে। দুজন ব্যক্তি হাতে লাঠি নিয়ে তার মারধর করছে। নির্যাতনের স্বীকার ওই কিশোর বারবার বলছে, ‘মুই আর চুরি করুম না, মোক মাফ করে দেও’। তারপরেও নির্যাতনকারীরা তাকে মারধর করছে।
আরও পড়ুন : হিলি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট
স্থানীয়রা জানান, ডুগডুগিহাট বাজারের হাবিবুর রহমানের মুদিখানার দোকানের শার্টার ভেঙে একজন ভিতরে প্রবেশ করে। দোকানের শার্টার কিছুটা ফাঁকা হয়ে থাকায় বাজারে থাকা নিরাপত্তা প্রহরীদের সন্দেহ হয়। পরে প্রহরীরা দোকান মালিককে খবর দেন। খবর পেয়ে দোকান মালিক দোকানের শার্টার খুলে দেখেন এক কিশোর তার দোকান ঘরের উপরে থাকা বাঁশের উপরে বসে আছে। এছাড়াও তার দোকানের টাকা রাখার ড্রয়ারে কোনো টাকা নেই। পরে নিরাপত্তা প্রহরীরা ওই কিশোরকে বারান্দার পিলারের সাথে বেঁধে রাখেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, চুরির অপরাধে ওই কিশোরকে ধরার পর তাকে পুলিশে সোর্পদ করার কথা। তবে তারা পুলিশকে খবর না দিয়ে নিজেরাই ওই কিশোরকে নির্যাতন করে। যা সম্পূর্ণ আইন পরিপন্থি।
তিনি আরও বলেন, এই ঘটনায় আমরা দুজনকে আটক করেছি। নির্যাতনের স্বীকার ওই কিশোরের বাবাকে খবর দেওয়া হয়েছে। তিনি মামলা না করলে আমরা নিজেরাই বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা করব। আটক ব্যক্তিদেরকে বৃহস্পতিবার সকালে দিনাজপুরের আদালতে পাঠানো হবে।
]]>




