চুয়াডাঙ্গায় স্বর্ণবারসহ আটক ২
<![CDATA[
চুয়াডাঙ্গায় একটি প্রাইভেটকারের গতিরোধ করে প্রায় অর্ধকোটি টাকার পাঁচটি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকা থেকে এ স্বর্ণবার উদ্ধার করা হয়।
আটকরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে কামরুল হাসান জুয়েল (৩৫) ও একই গ্রামের আবদুল জব্বারের ছেলে আরিফ (৪৮)।
রাতে ঘটনাস্থল পরিদর্শনে যান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা শহরের রেলবাজারসংলগ্ন পুরাতন ঝিনাইদহ বাসস্ট্যান্ডের অদূরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শহর ফাঁড়ি পুলিশ। ফরিদপুর থেকে চুয়াডাঙ্গা অভিমুখে আসা ঢাকা মেট্রো-গ-২১-৭৩৯৮ সিলভার রঙের একটি প্রাইভেটকারের গতিরোধ করে পুলিশ। এরপর প্রাইভেটকারের ভেতরে থাকা দুজনকে পুলিশ বাইরে আসতে বললে, চালকের পাশে বসা জুয়েল দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তৎক্ষণাৎ তাকে আটক করে এবং প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে ৫৮১ গ্রাম ওজনের প্রায় ৫০ ভরি সমতুল্যের পাঁচটি স্বর্ণবার উদ্ধার করে। পরে প্রাইভেটকারটির মালিক পরিচয় দেয়া চালক আরিফ ও চোরাকারবারি জুয়েলকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানা হাজতে নেয়া হয়। এ ছাড়া প্রাইভেটকারটি জব্দ করে রাতেই থানায় নেয়া হয়।
আরও পড়ুন: শার্শা সীমান্তে স্বর্ণবারসহ পাচারকারী আটক
আটক জুয়েল জানায়, ফরিদপুর থেকে এই স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে ৩ হাজার টাকা হাজিরায় (পারিশ্রমিক) প্রাইভেটকারযোগে কুতুবসংলগ্ন ভারতীয় সীমান্তের দিকে যাচ্ছিলেন তারা।
চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুই পাচারকারীকে আদালতে পাঠানো হবে।
]]>




