চেক প্রতারণা মামলায় ব্যাংকের সাবেক পরিচালকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
<![CDATA[
চেক প্রতারণার অভিযোগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (এফএসআইবিএল) সাবেক পরিচালক মোহাম্মদ নুর-উন-নবীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের ৬ষ্ঠ মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালত এ আদেশ দেন।
এ বিষয়ে মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহসান বলেন, মামলায় বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিকে সশরীরে হাজির হওয়ার জন্য আদালত কর্তৃক সমন জারির পরও তিনি হাজির হননি। তাই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০ কোটি টাকা করে ৪০০ কোটি টাকার দুটি চেক প্রতারণার অভিযোগে এফএসআইবিএলের আগ্রাবাদ শাখার পক্ষে মো. মিজানুর রহমান বাদী হয়ে আদালতে এনআই অ্যাক্টে মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন: মিথ্যা মামলা করায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচারকের মামলা
আদালত সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর ২০০ কোটি টাকার চেক প্রতারণার অভিযোগে একই আসামি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
আসামি নূর-উন-নবী ডবলমুরিং থানাধীন ৯৩২, শেখ মুজিব রোডের, মিঠাগলির মেসার্স আক্তার এন্টারপ্রাইজের মালিক। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার নবীনগরে।
]]>