চেলসিকে বিপদে ফেলে ফুলহামের স্বস্তি
<![CDATA[
একে তো কাটা ঘা, তার ওপর নুনের ছিটা। এমনিতেই হারের হ্যাটট্রিক দেখা চেলসির নাজুক অবস্থা চলছিল। সেখানে আরও করুণ পরিণতি এনে দিল ফুলহাম। লাল কার্ডের খড়গে চেপে ১০ জনকে নিয়ে খেলতে হয়েছে ব্লুজদের। শেষ পর্যন্ত ফুলহামের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে গেল চেলসি।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে নামে চেলসি-ফুলহাম। চেলসি প্রথমার্ধে এগিয়ে যাওয়া ফুলহামের লাগাম টেনেছিল দ্বিতীয়ার্ধের শুরুতেই। তবে দুই ব্রাজিলিয়ানের বিপক্ষে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে ব্লুদের। সঙ্গে নিতে হয়েছে লাল কার্ডের ধাক্কা।
আরও পড়ুন: চেলসির বিপক্ষে ম্যানসিটির কষ্টার্জিত জয়
ম্যাচের ২৫ মিনিটে ফুলহামকে লিড এনে দেন ব্রাজিলের স্ট্রাইকার উইলিয়ান। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় চেলসি। বিরতি শেষে ৪৭ মিনিটে দলকে সমতা এনে দেন চেলসি ডিফেন্ডার কালিদৌ কৌলিবলি। ৫৮ মিনিটে চেলসি স্ট্রাইকার জোয়াও ফেলিক্স দেখেন লাল কার্ড। তখনই ধাক্কা খায় থিয়াগো সিলভার দল। এরপরে আক্রমণে জোর বাড়াতে পারেনি দলটি।
৭৩ মিনিটে উল্টো গোল হজম করে বসে চেলসি। আন্দ্রেয়াস পেরেইরার ক্রসে দুর্দান্ত হেড থেকে গোল করেন ব্রাজিলিয়ান কার্লোস ভিনিসিয়াস। ২-১ গোলে এগিয়ে যায় ফুলহাম। বাকিটা সময়ে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে চেলসি। তবে তাতে আর সমতা ফেরেনি। ফলে আরও একটি পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় সিলভাদের।
আরও পড়ুন: চেলসিকে রুখে দিল নটিংহ্যাম
এদিকে টানা হারের কারণে পয়েন্ট টেবিলে উন্নতি নেই চেলসির। ২৫ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে দলটি। আর এই জয়ের ফলে ৩১ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে গেছে ফুলহাম। ৪৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আর্সেনাল।
]]>



