চেলসিতে পর্তুগিজ ফুটবলার
<![CDATA[
ধারে খেলার জন্য অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে চেলসিতে যোগ দিয়েছেন পর্তুগিজ ফুটবলার জোয়াও ফেলিক্স। তাকে দলে নিতে ইংলিশ ক্লাবটিকে খরচ করতে হয়েছে নয় মিলিয়ন পাউন্ড।
জোয়াও ফেলিক্সকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করেছে চেলসি। এরই মধ্যে ইংল্যান্ডে পাড়িও জমিয়েছেন তিনি। এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ‘শিল্পী এসে গেছে। চেলসিতে স্বাগত, জোয়াও ফেলিক্স!’
আরও পড়ুন: মেসিকে মাঠে অভ্যর্থনা দেবে না পিএসজি
ইংলিশ প্রিমিয়ার লিগে ‘বিগ সিক্স’ বলে একটা কথা আছে। চেলসি এই বিগ সিক্সের একটি ক্লাব। ফেলিক্স তো বলেই ফেললেন, স্টাম্পফোর্ড ব্রিজের ক্লাটি দুনিয়ার সেরাদের একটি। উচ্ছ্বসিত পর্তুগিজ ফুটবলার বলেন, ‘চেলসি দুনিয়ার সেরা ক্লাবগুলোর একটি। আমি তাদের লক্ষ্যে পৌঁছে দিতে চেষ্টা করব। এখানে এসে খুবই ভালো লাগছে।’
বেনফিকা থেকে ২০১৯ সালে অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন ফেলিক্স। দলবদলে তার পেছনে স্প্যানিশ ক্লাবটিতে ব্যয় করতে হয়েছিল ১২০ মিলিয়ন পাউন্ড। রেকর্ড দলবদলের সাক্ষী হলেও অ্যাতলেটিকোতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি।
আরও পড়ুন: সৌদির বিশ্বকাপ বিডের সঙ্গে সম্পর্ক নেই রোনালদোর
২০১৯ সাল থেকে অ্যাতলেটিকোর হয়ে এখন পর্যন্ত ১৩১টি ম্যাচ খেলেছেন ফেলিক্স। এই সময়ে তার পা থেকে এসেছে ৩৪ গোল। ক্লাব ক্যারিয়ারে সব মিলিয়ে ২০৪ ম্যাচে তিনি করেছেন ৬১ গোল।
]]>