বিনোদন

চেয়ারম্যান-মেম্বার পদে লড়ছেন তৃতীয় লিঙ্গের সাথী-সাগরিকা

<![CDATA[

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান পদে লড়ছেন তৃতীয় লিঙ্গের আলী আজম ওরফে সাথী। শুধু তিনিই নয়, তার মতো তৃতীয় লিঙ্গের উজ্জল মিয়া ওরফে সাগরিকাও সদস্য পদে নির্বাচন করছেন।

আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে সাথী চেয়ারম্যান পদে চশমা প্রতীকে আর মেম্বার পদে সাগরিকা লড়ছেন তালা প্রতীকে।

প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা অনুসারীদের নিয়ে কখনো পায়ে হেঁটে, আবার কখনো যানবাহনে চড়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন; করছেন ভোট প্রার্থনা। আর তাদের ভালোভাবেই গ্রহণ করছেন ভোটাররা।

ভোটাররা বলছেন, দীর্ঘদিন পর বড়তারা ইউনিয়ন পরিষদের নির্বাচনে তারা যেন উৎসব খুঁজে পেয়েছেন।

ওই ইউনিয়নের ভোটার আশরাফ আলী, সাজেদুর রহমান ও আলেফা বেগম বলেন, নির্বাচন কাকে বলে এবার বুঝতে পারছি। প্রতিদিন অন্যান্য প্রার্থীর মতো তৃতীয় লিঙ্গের আলী আজম সাথীও তার অনুসারীদের নিয়ে আমাদের কাছে ভোট চাইতে আসছেন। এতে আমরা আনন্দিত।

আরও পড়ুন: মিরপুরে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ

তার অনুসারীদের মধ্যে বৃষ্টি, কবিতা ও মালা জানান, এই সমাজে অনেকটাই অবহেলার শিকার তৃতীয় লিঙ্গের সদস্যরা। তাই চেয়ারম্যান এবং মেম্বার পদে বিভিন্ন হেভিওয়েট প্রার্থীদের মাঝে তাদের নির্বাচনে মাঠে নামিয়েছেন। এ জন্য তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী আলি আজম ওরফে সাথী বলেন, ঘুষ ছাড়াই সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা সাধারণ মানুষকে পৌঁছে দেয়া হবে। এ ছাড়াও ইউনিয়ন পরিষদের সব ধরণের কাজ কোনো প্রকার হয়রানি ছাড়াই সম্পাদন করা হবে।

মেম্বার প্রার্থী উজ্জল মিয়া ওরফে সাগরিকা জানান, আমি যদি জয়লাভ করতে পারি তাহলে অসহায় নারীদের পাশে সব সময় থাকবো।

উল্লেখ্য, বড়তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫, সংরক্ষিত নারী সদস্য ৮ এবং সাধারণ সদস্য প্রার্থী ৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে মোট ১৭ হাজার ৬২৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।     

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!